বাজারযাবো ডট কম সম্পর্কে

বাজারযাবো ডট কম গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি নিয়ে গড়ে ওঠা উত্তরবঙ্গের অন্যতম উদীয়মান অনলাইন শপিং মার্কেটপ্লেস। এই অনলাইন ভিত্তিক মার্কেটপ্লেসটি উত্তরবঙ্গে যাত্রা শুরু করে  ২০২০। উত্তরবঙ্গ বাসীকে ঘরে বসে ঝামেলামুক্ত বাজারের অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যকে সামনে রেখে একদল উদ্যমী উদ্যোক্তা বাজারযাবো ডট কম পরিচালনা করে আসছে। আমরা আমাদের গ্রাহকদেরকে দেশ ও বিদেশের স্বনামধন্য সব ব্র্যান্ডের নতুন ও যুগপোযোগী পণ্য সরবরাহ করে থাকি, যাতে আপনারা সবচেয়ে নির্ভরযোগ্য শপিং এর অভিজ্ঞতা পেতে পারেন। তাই আমাদের প্লাটফর্মের মাধ্যমে বর্তমানে শপিং করা আপনার জন্য আরো সহজ হয়েছে।
একটি অনলাইন মার্কেটপ্লেস হিসেবে আপনি বাজারযাবো ডট কমে  আপনার নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই পেয়ে যাবেন হাতের নাগালে। বাজারযাবো ডট কমে থাকছে মুদী ও খাদ্যদ্রব্য, গৃহ সরঞ্জাম, খেলনা, স্টেশনারি, কোমলপানীয়, স্ন্যাক্স, বেকারি পণ্য, শিশুর খাবার, কসমেটিক সামগ্রী, বৈদ্যুতিক সরঞ্জাম, হার্ডওয়্যার পণ্য, পোশাক,আসবাবপত্র , রান্নাঘরের আনুষাঙ্গিক সরঞ্জাম ও আরো অনেক কিছু। আমরা সর্বদা আমাদের গ্রাহকদের পছন্দ ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে থাকি। তাই বাজারযাবো ডট কমে আপনি আপনার প্রয়োজনীয় সকল পণ্যের পাশাপাশি পাচ্ছেন  ঘড়ে বসে অনলাইনে বিভিন্ন সার্ভিসিং সুবিধা আমরা খুব সতর্কতার সাথে বাজারযাবো ডট কম এর সকল পণ্য বাছাই করে থাকি এবং ক্রমাগত নতুন সব পণ্য যুক্ত করে যাচ্ছি। বাজারযাবো ডট কমে আপনি আপনার প্রয়োজনীয় সকল কিছু পেয়ে যাবেন খুব সহজে, একই ছাতার নিচে। বাজার হবে এখন ঘড়ে বসে অনলাইনে বাজারযাবো ডট কমে।

১ শর্তাবলী

১.১ বাজারযাবো ডট কমে আপনাদের স্বাগতম। এই ওয়েবসাইটি রেজিস্টার্ড বা গেস্ট ইউজার হিসেবে ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্ন বর্ণিত শর্তগুলো মেনে নিতে সম্মত হচ্ছেন। আপনি যদি শর্তগুলো মেনে নিতে সম্মত না হন, তবে অনুগ্রহপূর্বক ওয়েবসাইটটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

১.২ এখানে বর্ণিত সকল কন্টেন্ট বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ অনুযায়ী বৈদ্যুতিকভাবে রেকর্ড করা হয় ও নিয়মাবলী সময়ের সাথে সাথে প্রযুক্ত ও পরিবর্তনীয়।

১.৩ এই ওয়েবসাইটটি বাজারযাবো ডট কম দ্বারা পরিচালিত। বাজারযাবো ডট কম বাংলাদেশ সংবিধান অনুযায়ী একটি নিবন্ধকৃত কোম্পানি যার নিবন্ধকৃত অফিস রংপুর সুগার মিলস রোড বটতলা মহিমাগঞ্জ ( গবিন্দগঞ্জে ) অবস্থিত।

১.৪ ওয়েবসাইটটিতে কখনো কিছু থার্ড পার্টি লিংক থাকতে পারে, যেগুলো বাজারযাবো ডট কম দ্বারা পরিচালিত নয়। আর এইসব ওয়েবসাইট দ্বারা কেউ কোন ক্ষতির সম্মুখীন হলে বাজারযাবো ডট কম তার দায়ভার নিতে বাধ্য নয়।

১.৫ অথরিটি এই শর্তগুলো যেকোন সময় পরিবর্তনের ক্ষমতা রাখে, যা ওয়েবসাইটের মাধ্যমে জানানোর পর কার্যকর হবে। শর্ত পরিমার্জনের পর ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি নতুন শর্ত মেনে নিতে সম্মত হচ্ছেন।

১.৬ বাজারযাবো ডট কম আপনার ইউজারনেম বা কোন তথ্য কারো সাথে শেয়ার করে না ও আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে।

১.৭ এই শর্তগুলো নিম্নমতে আপনি বা ওয়েবসাইট নিজে বাতিল না করা পর্যন্ত প্রযোজ্য:

১.৮ ওয়েবসাইটে প্রবেশ না করে বা নিজের একাউন্ট বাতিল করার মাধ্যমে বাজারযাবো ডট কম এর সাথে চুক্তি বাতিল করা যাবে।

২ যোগ্যতা

২.১ চুক্তি আইন, ১৮৭২ অনুযায়ী চুক্তি করতে যোগ্য এমন যেকোন বাংলাদেশি নাগরিক বাজারযাবো ডট কম ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবে।

২.২ ওয়েবসাইটটির শর্ত মেনে নেয়ার মাধ্যমে ব্যবহারকারী নিশ্চিত করছেন তিনি ১৮ বছরের ঊর্ধে।

আপনার একাউন্ট দায়িত্ব

৩.১ আপনি গেস্ট ও রেজিস্টার্ড ইউজার হিসেবে ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন। সকল প্রোমোশনাল অফার উপভোগ করতে আপনাকে অবশ্য বাজারযাবো ডট কম এর রেজিস্টার্ড ইউজার হতে হবে।

৩.২ রেজিস্টার্ড ইউজার হিসেবে ওয়েবসাইটটি ব্যবহার করতে যেকোন রেজিস্টার্ড বাংলাদেশি মোবাইল নম্বর, ইমেইল আইডি  দিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে একাউন্ট খুলতে পারবেন।

৩.৩ বাজারযাবো ডট কমে  একাউন্ট খোলার সাথে সাথে তার ব্যবহার ও গোপনীয়তা রক্ষার দায়িত্ব আপনার।

চার্জ

৪.১ ওয়েবসাইট ব্যবহার বা কিছু ক্রয় করলে বাজারযাবো ডট কম ইউজারদের কাছ থেকে কোন চার্জ আরোপ করে না। ওয়েবসাইট যেকোন সময় ফি পলিসি পরিবর্তন করার ক্ষমতা রাখে।

কপিরাইট

৫.১ বাজারযাবো ডট কমে প্রদর্শিত সকল পণ্য কেবলমাত্র এর এফিলিয়েট, থার্ড পার্টি লাইসেন্সধারীদের। বাজারযাবো ডট কম এর কাছ থেকে কোন রকম লিখিত অনুমতি ব্যতিরেকে তার কপি, পুনঃউৎপাদন, বা পুনঃমুদ্রণ অপরাধ বলে গণ্য হবে।

প্রচারণামূলক কার্যক্রম

৬.১ বাজারযাবো ডট কম বিভিন্ন বিজ্ঞাপণ ববহার করে থাকে, যা জানা মতে সত্য। ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারীরা এইসব তথ্য সম্পর্কে অবগত ধরে নেয়া হয় ।

“বাজারযাবো ডট কম এর অফিশিয়াল ফেসবুক পেজ লিঙ্কঃ https://www.facebook.com/bazarjabo এই পেজ ছাড়া অন্য কোনো ফেসবুক পেজে অর্ডার করলে কিংবা আর্থিক লেনদেন করলে বাজারযাবো ডট কম কর্তৃপক্ষ দায়ী থাকবে না।”